মেডিকেল টেকনোলোজিস্ট নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ!

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রদর্শন করেছে চাকুরীপ্রার্থীরা।
শনিবার (১২ ডিসেম্বর) ঢাকার মোট ৯টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এতে প্রায় ২৩ হাজার ৫২২ জন অংশ নেন। তবে পরীক্ষার্থীদের অনেকের অভিযোগ, সুষ্ঠ পরিবেশে পরীক্ষা হয়নি। পরীক্ষায় অনেক অনিয়ম হয়েছে।
অধিকাংশ পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, টোকেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছেন রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষায় অংশগ্রহণকারী এক চাকুরী প্রার্থী । তিনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে পুরো হল মাছ বাজারের মতো হয়ে যায়। তদারকি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কেউ ছিল না। আমরা পড়ালেখা করে প্রস্তুতি নিয়ে গিয়ে বিব্রত হয়েছি।
রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এক মেডিকেল টেকনোলজিস্ট সংবাদ মাধ্যমকে জানান, অধিকাংশ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিয়েছে। কেউ মোবাইলে দেখে দেখে, কেউ ইন্টারনেট ব্রাউজ করে, কেউ কপি করে খাতায় লিখছে। আবার অনেকে আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে প্রক্সি পরীক্ষা দিয়েছে। তিনি প্রক্সি দিতে আসা একজনকে পুলিশেও ধরিয়ে দিয়েছেন।
এক পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা কেন্দ্রের ছবি পোস্ট করে এমন মন্তব্য করেছেন, ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দোলনচাপা চতুর্থ ফ্লোরে ৪০৮, ৪০৯ ও ৪১০ নম্বর রুমে আমি যখন ভিজিটর হিসেবে? মেডিকেল টেকনোলজিস্টদের পরীক্ষা বলে কথা?’
এদিকে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম থেকে বলেছে এবারের নিয়োগ পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রশ্নপত্র বাহিরে চলে এসেছে, বহিরাগত অনেককে ভিতরে টোকেন সরবারহ করতে দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের তদারকি চোখে পড়েনি। এই অনিয়মের লিখিত অভিযোগ জানাবো। এমন অনিয়ম চলতে দেওয়া যাবে না। এভাবে চলতে থাকলে স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।
নিয়োগ পরীক্ষা শেষে সাধারণ মেডিকেল টেকনোলজিস্টরা এরকম অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন। অনেককে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here