স্বাস্থ্যকর্মীদের এককালীন ২ মাসের মূল বেতন প্রদানের নতুন সিদ্ধান্ত!

BD Logo

কভিড-১৯ পরিস্থিতে সরাসরি সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের প্রনোদনা হিসেবে এককালীন ২ মাসের মূল বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই লক্ষ্যে দ্রুত তালিকা প্রণয়ন করে প্রেরণ করতে স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট অধিশাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে ৮ ডিসেম্বর ২০২০ সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নতুন করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।

    সভার সিদ্ধান্তক্রমে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালসমূহে কর্মরত সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদানের প্রস্তাবনা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।
    তা ছাড়া, কভিড- ১৯ পরিস্থিতে জেলাপর্যায়ে কভিড-১৯ হাসপাতাল ও অন্যান্য সকল হাসপাতালে কভিড-১৯ পরিস্থিতে সরাসরি সেবাদানকারী সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদানের প্রস্তাবনা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।
    বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, সমুদ্রবন্দরসমূহে কভিড-১৯ পরিস্থিতিতে সরাসরি সেবা প্রদানকারী কর্মরত সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদানের প্রস্তাবনা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।

সরকারি হাসপাতালের কর্মরত কভিড-১৯ ভাইরাসে মৃত্যুবরণকারী সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীগনের ক্ষতিপূরণ প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগে দ্রুত প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।

    কভিড-১৯ ল্যাব এ কর্মরত সকল কর্মচারিদেরকে দুই মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদানের প্রস্তাবনা স্বাস্থ্য সেবা বিভাগে দ্রুত প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here