ভিন্নধর্মী সামাজিক সচেতনতা তৈরির প্রচেষ্টা!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি যুব সংগঠন ‘ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটির’ মাস্ক ব্যবহারে জনগনের সচেতনতার জন্য এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করছেন। তারা প্রতিটি প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন স্টিকার নিয়ে। মাস্ক নেই, সেবাও নেই, নো মাস্ক, নো সার্ভিস।

মাস্ক ব্যবহারে সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও তা বেশির ভাগ মানুষ এই নির্দেশনা মানছেন না। শহরে কিংবা গ্রামে, গাড়িতে কিংবা ট্রেনে, লঞ্চে কিংবা বিনোদন কেন্দ্রে কোথাও নেই মাস্কের পূর্ণ ব্যবহার। অথচ প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই সামাজিক প্রতিষ্ঠানটি এক ভিন্নধর্মী সচেতনতা মূলক প্রচারে এগিয়ে আসছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে প্রশংসা কুড়িয়েছেন।

আজ নগরীর বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস, আদালত, হাট, বাজার, টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ যায়গায় সচেতনতামূলক স্টিকার লাগিয়েছেন। এর মাধ্যমে তারা সকলকে মাস্ক ছাড়া সেবা দেওয়া ও নেওয়া থেকে নিরুৎসাহিত করেছেন। সবাই যেন এটা মেনে চলে এজন্য সকলকে সাহায্য সহোযোগিতার আহবান জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার রিজভী।

উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় তার দপ্তরে নো মাস্ক, নো সার্ভিস স্টিকার লাগিয়ে সেচ্ছাসেবী যুবকদের এ কাজে উৎসাহ প্রদান করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here