চীনের করোনা টিকা আসছে নভেম্বরেই

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা টিকা নিয়ে কূটনীতির চূড়ান্ত প্রতিযোগিতা চলছে। কার আগে কে টিকা বাজারে নিয়ে আসবে, কে কোন দেশের টিকা কিনবে, তা নিয়ে কূটনীতির চূড়ান্ত প্রতিযোগিতা চলছে।
চীনের তৈরি করোনার টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য নভেম্বরের মধ্যেই প্রস্তুত হয়ে যেতে পারে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একজন কর্মকর্তা এ কথা বলেছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের চারটি করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে।গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে সিডিসির প্রধান বায়োনিরাপত্তা বিশেষজ্ঞ গুইজেন ইয়ু বলেন, “টিকাগুলোর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল খুব ভালোভাবে এগিয়ে চলেছে এবং তা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই সাধারণ জনগণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে।”
গুইজেন ইয়ু আরো বলেন, এপ্রিলে তিনি নিজে করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত কোনো অস্বাভাবিক উপসর্গের মুখোমুখি হননি তিনি।

চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড বলেছে, তাদের কর্মী, তাঁদের পরিবারের সদস্যসহ তিন হাজার মানুষকে টিকা দিয়েছে। পরীক্ষামূলক ও করোনার টিকাগ্রহীতাদের মধ্যে তাদের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাও রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, বৈশ্বিক টিকা প্রস্তুতকারীরা কার্যকর একটি টিকা তৈরির পেছনে ছুটছে।
ইতিমধ্যে করোনাভাইরাসে ৯ লাখ ২৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ মাসের শুরুতে শীর্ষ পশ্চিমা টিকা প্রস্তুতকারীরা একটি চুক্তি করেছে, যাতে টিকা গবেষণার ক্ষেত্রে মান ধরে রাখার বিষয়টি উল্লেখ রয়েছে। এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক চাপে পড়ে তড়িঘড়ি টিকা অনুমোদন না দেওয়ার কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here