নতুন যন্ত্রে মাত্র ৯০ মিনিটেই মিলবে, করোনা পরিক্ষার ফলাফল

বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র ৯০ মিনিটে কোন বিশেষ পরীক্ষাগার ছাড়াই এই যন্ত্র দিয়ে দ্রুত পরীক্ষা করে করোনাভাইরাস নির্ভুলভাবে শনাক্ত করা যাবে।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীরা দেখিয়েছেন ছোট্ট একটা কম্প্যুটার চিপ দিয়ে কিভাবে ল্যাবরেটরির কাজ করে? সেই সাথে করোনা ভাইরাসের বর্তমান পরীক্ষায় সংক্রমণ শনাক্ত করে যে ফল পাওয়া যায় এই পদ্ধতিতেও ঠিক একই ফলাফল পাওয়া যাবে।
তবে পার্থক্য শুধু একটাই এই যন্ত্রে ফলাফল পেতে সময় লাগবে মাত্র ৯০ মিনিট।
ইতিমধ্যে ইংল্যান্ডের আটটি হাসপাতাল এই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে নির্ভুল করোনা পরিক্ষার ফলাফল পেতে সক্ষম হয়েছেন।
এই যন্ত্রটি আবিষ্কার করেছে ডিএনএনাজ নামে একটি সংস্থা ।
যন্ত্রটির ব্যবহার পদ্ধতিঃ
রোগীর গলা বা নাকের ভেতর থেকে নমুনা নিয়ে, একটি নীল রংয়ের কাট্রিজ এর মধ্যে নমুনাটি রাখতে হবে।
যার ভেতর পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ আছে।
এরপর কাট্রিজটি জুতার বাক্সের আকারের ছোট্ট একটি যন্ত্রের ভেতর ঢুকিয়ে দিতে হবে। সেই যন্ত্র ওই নমুনা বিশ্লেষণ করবে।
তবে এই কাট্রিজটি একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা যাবে না এবং এটি ফেলে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here