সুস্থ্য হওয়ার আগেই ট্রাম্প শুরু করলেন ঔষধের বিজ্ঞাপন!

ডোনাল্ড ট্রাম্প (ছবিঃ সিএনএন)

এখানেও নাটকীয়তা! কভিড-১৯ শুরু হওয়ার পর থেকে যতটা নাটকীয়তা দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি তার মধ্যে অন্যতম।অনেকটা নাটকীয়ভাবে সোমবার সন্ধ্যায় ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে যান। আইসোলেশন ও কোয়ারেন্টাইন এসব শব্দকে একপ্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালে ভর্তির মাত্র তিন দিন পর তিনি হোয়াইট হাউসে ফেরেন। করোনা রোগীর এত দ্রুত হাসপাতাল ছাড়া নিয়ে সমালোচনা চলছেই।

কোভিড-১৯ সংক্রমিত হওয়াকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ মনে করেন ট্রাম্প। ৭ অক্টোবর বুধবার রাতে হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তা দেন তিনি।প্রায় পাঁচ মিনিটের এ ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প শুরুতেই বলেছেন, ‘হেই! সম্ভবত আপনি আমাকে চিনতে পারছেন। আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!’

ভিডিও বার্তায় তিনি বায়োটেক কোম্পানি রিজেনারনের পরীক্ষামূলক ঔষধ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন এন্টিবায়োটিক এ ককটেল দিয়ে তাঁর চিকিৎসা হয়েছে।তার এ ভিডিও বার্তাটি বিজ্ঞাপনের মতোই মনে হয়েছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনো ওষুধটি সাধারণের ব্যবহারের জন্য নিরাপদ মনে করে অনুমোদন দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনা সংক্রমণের পর তিনি এটি নিজেই তাঁর জন্য ব্যবহারের অনুমতিদেন।

তার মতে,তিনি খুব ভালো বোধ করছেন এবং সংক্রমিত হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ। রিজেনারনের পরীক্ষামূলক ওষুধটি সম্পর্কে তাঁর আগে থেকেই জানা ছিলো। ওষুধটি নাকি ব্যবহারের জন্য তিনিই চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। রিজেনারনের পরীক্ষামূলক ওষুধটি অবিশ্বাস্যভাবে কার্যকর এবং নিজে সংক্রমিত না হলে এটিকে অন্য আরও কয়েকটি ওষুধের মতোই মনে করতেন বলে তার এ ভিডিও বার্তায় উচ্চারন করেন। ওষুধটি তিনি জনগণের কাছে বিনা মূল্যে পাওয়ার ব্যবস্থা করে দেবেন বলেও ভিডিও বার্তায় উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রিজেনারনের ওষুধটি তিনি নিজে যেমন ব্যবহার করেছেন, তেমনি সবার কাছে পৌঁছে দিতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here