অপারেশন থিয়েটারে সার্জনের প্রধান সহকারী হতে পারবেন না নার্স ও মেডিকেল এসিস্টেন্ট : স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার: বিভিন্ন ধরনের অপারেশনে সার্জনদের সাথে ১ম সহকারী (1st Assistant) হিসেবে নার্স, আয়া, স্যাকমো, ওটি বয়, ওয়ার্ড বয় কিংবা অন্য কেউ কোনো ভাবেই অংশগ্রহণ করতে পারবেনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ফরিদপুরে অনেক প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অপেরেশন থিয়েটারে সার্জনের প্রধান সহকারী হিসেবে রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে নার্স, আয়া, স্যাকমো, ওটি বয় ও অন্যান্য ব্যাক্তির উপস্থিতির অভিযোগের ভিত্তিতে এ আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (০৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা: মো: ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এসংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
অপারেশন থিয়েটারে সার্জনের প্রধান সহকারী যেন রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে কোনো ভাবেই নার্স, আয়া, স্যাকমো, ওটি বয় কিংবা অন্য কোনো ব্যাক্তি না হতে পারে সে বিষয়টি সারা দেশে নিশ্চিত করার জন্য সিভিল সার্জনদের নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা যায়, উন্নত বিশ্বে অপারেশন থিয়েটারে সার্জনের প্রধান সহকারী হিসেবে কাজ করেন মূলত বিশেষায়িত সার্জিকাল নার্সরা। তবে বাংলাদেশে সার্জিকাল নার্সিং এর বিশেষায়িত কোনো ডিপ্লোমা ডিগ্রী প্রদান করা হয়না বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here