আইবাস ++ এর মাধ্যমে কর্মচারীগনের বেতনবিল প্রদানের নির্দেশ

সরকারের সফল ও জনবান্ধব একটা প্রকল্প আইবাস++। ভূতুড়ে বিল,খ্যাতভিত্তিক বরাদ্দ ছাড়াই বিল পাশসহ নানা রকম অসচ্ছতা সমাধানের দীর্ঘ প্রতিক্ষার ফলাফল আইবাস++। হিসাবরক্ষন ব্যাবস্থায় সকল হয়রানী ও অসচ্ছতার অবসানে আইবাস++ এর এখনো পর্যন্ত সফল। গত দুই বছরে দেশের সকল গ্যাজেটেড সরকারি কর্মকর্তাগনের বেতনবিল অনলাইনে আইবাস++ এর মাধ্যমে হলেও কর্মচারীগনের বেতন বিল আগের নিয়মেই চলছিল।

চলতি বছরে জুন-২০২০ এর মধ্যে স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রনালয়ের অধীনস্থ সকল কর্মচারীগনকে আইবাস++ এর মাধ্যমে বেতন বিল এর আওতায় নিয়ে আসার নির্দেশনা থাকলেও কভিড-১৯ পরিস্থিতির কারনে তা বাস্তবায়িত হয় নাই।
তার পরেও অর্থ বিভাগ থেমে নেই। কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস দ্রুত নন গ্যাজেটেড কর্মচারিদেরকে আইবাসের আওতায় নিয়ে আসার তাগিদ দিয়েই যাচ্ছেন।

এরই প্রেক্ষিতে ০৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রাশাসন) ডা.হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্রুত আইবাস++ এর মাধ্যমে নন গ্যাজেটেড কর্মচারীগনের নিবন্ধনের মাধ্যমে বেতন কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here