কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স গঠন করলো স্বাস্থ্য মন্ত্রণালয়

MOHFW

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ ভ্যাকসিন ব্যাবস্থাপনার সকল বিষয় সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৬ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ ভ্যাকসিন চুড়ান্ত ভাবে প্রস্তুত হওয়ার সাথে সাথে বাংলাদেশে প্রাপ্তি নিশ্চিত হলে দেশের জনগোষ্ঠীকে সরবরাহ করতে উদ্দিষ্ট জনগোষ্ঠী সংক্রান্ত তথ্য, ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত সরঞ্জাম, জনবল, কোল্ড চেইন ধারন ক্ষমতা, প্রশিক্ষণ, পরিবহন ব্যবস্থা, বাজেট প্রভৃতি বিষয়ে চাহিদা বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা করবে এই টাস্কফোর্স।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রধান উপদেষ্টা করে গঠিত কমিটিতে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের দুই সচিব উপদেষ্টা হিসেবে আছেন। টাস্কফোর্সের আহবায়ক হিসেবে আছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল)।

২৬ সদস্যের টাস্কফোর্সে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের রাখা হয়েছে।

এছাড়াও উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএ, বিশ্ব ব্যাংক, ইউএসএইড, ডিএফআইডি ও গ্যাকের প্রতিনিধিদের রাখা হয়েছে কমিটিতে। কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের দুজন সাবেক কর্মকর্তাকেও রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারী মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই ভ্যাকসিন প্রাপ্তির রোডম্যাপ তৈরি ও বাস্তবায়নের কর্মকৌশল প্রস্তুত করার দায়িত্ব দেয়া হয়েছে এই কমিটিকে।

এদিকে কোভিড ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে উচ্চতর ঝুকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here