নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের চাকুরি স্থায়ীকরন নির্দেশনা অধিদপ্তরের

DGNM
DGNM

২০১৬ সাল ও তার পরে নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাগনের চাকুরি স্থায়ীকরনের নির্দেশনা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৭ দফা নির্দেশনা অনুসরন করে ২০১৬ সাল এবং তৎপরবর্তীকালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগনকে চাকুরি স্থায়ীকরনের আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষানবিশকাল সন্তোষজনক সমাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ডিজিএনএম এ চাকুরী স্থায়ীকরনের আবেদন প্রেরণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
আজ ২৮/০৯/২০২০ (রবিবার) নার্সিং ও মিডয়াওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুল হাই, পিএএ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়মাবলী

১.চাকুরি স্থায়ীকরনের আবেদন।
২.প্রথম পদায়নকৃত কর্মস্থলে যোগদানপত্রের ফটোকপি।
৩.যোগদান গৃহীত হয়েছে মর্মে অনুলিপির ফটোকপি।
৪.হালনাগাদ পিডিএস।
৫.শিক্ষানবিসকাল দুই (০২) বছর পুর্ণ হয়েছে মর্মে প্রার্থী কর্তৃক যোগদানকাল উল্লেখকরন।
৬.শিক্ষানবিশকাল দুই (০২) বছর চাকুরি সন্তোষজনক মর্মে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র।
৭.সরকারি চাকুরিতে নিয়োগের প্রজ্ঞাপন।
৮.সরকারি চাকুরিতে প্রথম পদায়নের প্রজ্ঞাপন।
৯.নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রদত্ত হালনাগাদ রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
১০.সরকারি কর্মকমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলে রেজাল্টসিটের কপি (প্রযোজ্য অংশ)।
১১.সরকারি কর্মকমিশনের রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
১২.প্রথম সরকারি চাকুরিতে যোগদানকালে সম্পন্ন স্বাস্থ্য পরীক্ষার সনদ ফটোকপি।
১৩.পুলিশ ভেরিফিকেশন হয়েছে মর্মে প্রার্থী কর্তৃক প্রত্যয়নপত্র।
১৪.আদালতে কোন প্রকার মামলা নেই মর্মে প্রার্থীর স্বীকারপত্র।
১৫.বিভাগীয় মামলা নাই মর্মে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র।
১৬.ওরিয়েন্টেশন ট্রেনিং সনদ।
১৭.প্রথম বেতন ভাতা পাওয়ার সময় প্রার্থীর বেতন হিসাব নং( যদি থাকে)।

BPSC
BPSC

উপরোক্ত নিয়মাবলী অনুসরন করে ২০১৬ সাল এবং তৎপরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত সকল নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করে যথাসময়ে আবেদন প্রেরণ করার নির্দেশনা জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here