শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তা।

নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০ পেয়েছেন স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তা ও এক কর্মচারী। গত ১৫ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুর বারি।

প্রধান অথিতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল। এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকে চমকে দিয়েছেন । কিছুদিন পর মেট্রোরেল হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পন্ন।’

করোনা মোকাবেলায় সরকারের সফলতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘করোনা মহামারীতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ্বই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুনাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here