রামুতে আইওএম (IOM) এর সহযোগিতা ১ মিলিয়ন ডলার ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মান।

নিজস্ব সংবাদদাতা:
গত ৩০/০৯/২০২০ইং, রোজ বুধবার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইওএম (IOM) এর সহযোগিতায় প্রায় ১ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন প্লান্ট শুভ উদ্ভোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন আইওএম প্রধান এবং রামু কক্সবাজার সদর আসনের মাননীয় এম.পি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আলমগীর , এডিসি শাহজান, রামু উপজেলা চেয়ারম্যান কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া , আবাসিক চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল কাওসারসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


জানা যায় যে, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণের পর থেকে নানান উন্নয়নমুখী কার্যক্রম শুরু হয়। করোনার শুরু থেকেই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আইসোলেশন ইউনিটও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সহায়তায় স্বাস্থ্য প্রতিষ্ঠান টি দিন দিন এগিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here