করোনায় বিশ্বব্যাপী সহস্রাধিক নার্সের মৃত্যু- আইসিএন

সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি নার্স মারা গেছে। বিশ্বের নার্সদের সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) বুধবার এ কথা জানিয়ে বলেছে, সঠিক সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
আইসিএন এই পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে সুরক্ষার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় সরকারগুলোর সমালোচনা করেছে। যে সব দেশে নার্সদের বিষয়ে আলাদা তথ্য পাওয়া গেছে সে সব দেশের জরিপ থেকে আইসিএন বলছে, শ্বাসযন্ত্রের এই রোগ শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি নার্স মারা গেছে।
আইসিএন প্রেসিডেন্ট এনেত্তি কেনেডি এ রিপোর্টকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এখনও সহিংসতা, কুসংস্কার, মানসিক অসুস্থতা, সংক্রমণসহ কোভিড-১৯ এবং এ সম্পর্কিত সব ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here