কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ

করোনার ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরো জানানো হয়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে কেনা হবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।
স্বল্পন্নোত দেশের জন্য কমমূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্স নামে জোট গঠন করেছে জাতিসংঘ। বাংলাদেশও এর সদস্য। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এখান থেকে চাহিদার ২০ শতাংশ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রথমে ৩ কোটি, পরবর্তী প্রতি মাসে দেয়া হবে ৫০ লাখ ডোজ। প্রতি ডোজের মূল্য ১৩৭ থেকে ১৭৫ টাকা।
মর্ডানা, ফাইজার, সবশেষ অক্সফোর্ডের করোনা টিকার সফলতার খবর দিয়েছেন বিজ্ঞানীরা। অন্য যেকোনো ভ্যাকসিনের চেয়ে কম ডোজ ও স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় বলে সাড়া ফেলেছে এই ভ্যাকসিন।
এই ভ্যাকসিনটি আগে ভাগে পেতে ৫ নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড।
প্রতি ডোজের দাম ৫ ডলার। আগামি জানুয়ারিতেই অক্সফোর্ডের ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here