ঢাকায় তিন হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ, বাতিল হচ্ছে সংযুক্তি

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর লালকুঠি হাসপাতাল মিরপুর, মহানগর হাসপাতাল বাবুগঞ্জ ও বসুন্ধরা কোভিড হাসপাতাল কুড়িলে করোনা চিকিৎসা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা মহামারীর শুরুতে এই তিনটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা করে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংযুক্তি ও পদায়ন করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করে স্বাস্থ্য সেবা বিভাগ। বর্তমানে এসব হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা খুবই কমে যাওয়ায় হাসপাতাল তিনটিতে কোভিড চিকিৎসা কার্যক্রম বাতিল ঘোষণা করেছে মন্ত্রণালয়।

এসংক্রান্ত একটি আদেশ ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জারি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যাবস্থাপনা শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ওই আদেশে ওই তিনটি হাসপাতালে কোভিড চিকিৎসা কার্যক্রম বাতিল করে নন-কোভিড রোগীদের চিকিৎসা কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে কোভিড মহামারী শুরু হওয়ার পর কোভিড ডেডিকেটেড ওই হাসপাতাল গুলিতে সংযুক্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী পদায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে সংযুক্তিতে নার্স পদায়ন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কোভিড চিকিৎসার জন্য হাসপাতাল তিনটিতে সংযুক্তিতে পদায়নকৃত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পূনরায় মূল কর্মস্থলে ফিরিয়ে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here