দিনাজপুরে করোনা পরীক্ষার ল্যাবে সবই পজেটিভ, পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষার সবই পজেটিভ এসেছে। হাসপাতালের ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছেন যান্ত্রিক সমস্যার কারণে এমনটি ঘটেছে। শুক্রবার থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ও রিপোর্ট প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে প্রতি ২৪ ঘন্টায় দুই দফায় ১৮০টি নমুনা পরীক্ষা করা যায়। বৃহস্পতিবার দুই দফায় নমুনা পরীক্ষা করা হলেও প্রতিবার সবকটি নমুনার রিপোর্ট পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বিষয়টি সিভিল সার্জনকে জানানো হলে তিনি ঢাকায় যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারনে আপাতত নমুনা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে মেশিনটি ঠিক করবে। বর্তমানে সংগ্রহ করা নমুনা সমুহ ঢাকায় পাঠিয়ে রিপোর্ট আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায় সিভিল সার্জন অফিস সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here