দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই

COVID

কভিড-১৯ আক্রান্তরা পুনরায় করোনায় আক্রান্ত হতে পারে কিনা তা নিয়ে সারা বিশ্বে রয়েছে অনেক বিতর্ক। এরই মধ্যে দেশে একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান।

‘বাংলাদেশে দ্বিতীয়বার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না। যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কত তা বলতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জনের কথা জানি, যারা দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রান্ত হওয়ার পর ভালো হয়ে গিয়েছেন, এরপর এক থেকে দেড় মাস পার করেছেন। দ্বিতীয়বার উপসর্গ দেখা দেওয়ায় পুনরায় পরীক্ষায় পজিটিভ এসেছে।’বলেন স্বাস্থ্য ডিজি।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিঃ মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here