বন্ধ ঘোষণা করা হল স্বেচ্ছাশ্রমে গড়ে উঠা বহুল আলোচিত চট্টগ্রামের ফিল্ড হাসপাতাল

অর্থ ও রোগীর অভাবে বন্ধ ঘোষণা করা হল বহুল আলোচিত চট্টগ্রামের ফিল্ড হাসপাতাল। করোনা মহামারী শুরু হলে,করোনা আতংকে দেশ যখন আতংকিত সেই সময় ২১সে এপ্রিল থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে শুরু হয়েছিল সেচ্ছাসেবীদের নিয়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান। যার প্রথম উদ্যোক্তা ছিলেন ডেনমার্কে বসবাসরত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। হাসপাতাল তৈরিতে অবকাঠামোগত সহায়তা করেছিল নাভানা গ্রুপ।

সীতাকুণ্ডের ফৌজদার হাটে অবস্থিত নাভানা গ্রুপের একটি পাকা প্লাটফর্মে ৬০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৩৫ জন করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। হাসপাতালটি পরিচালিত হতো জনগনের দেয়া সাহায্য/অনুদান থেকে। পর্যায়ক্রমে রোগীর সাথে সাথে অনুদান ও কমতে থাকায় হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় সোমবার। হাসপাতালের বন্ধের বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককেও জানানো হয়েছে।
গত ১৫ দিনে হাসপাতালে কোন আউটডোর কিংবা ইনডোর পেসেন্ট আসেনি। প্রয়োজনে হাসপাতালটি আবারও চালু করা হবে বলে জানিয়েছেন ডা.বিদ্যুৎ বড়ুয়া। তিনি জানান যে ফিল্ড হাসপাতাল থেকে মোট এক হাজার ৬ শত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মারা গিয়েছেন মাত্র চার জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। জেলায় এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে।
তবে এর মধ্যে হোম আইসোলেশন ও হাসপাতাল মিলিয়ে জেলায় সুস্থ হয়েছে মোট ১২ হাজার ৬৪৪ জন রোগী।
সেবা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত এ হাসপাতাল চট্টগ্রামে ব্যাপক পরিচিতি পেয়েছিল। করোনাকালীন সময়ে করোনা ডেডিকেটেড বেসরকারী হাসপাতালের অনুকরণীয় উদাহারণ চট্টগ্রামের এই ফিল্ড হাসপাতাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here