বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো করোনা আক্রান্ত চিকিৎসককে

স্টাফ রিপোর্টারঃ হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে করোনা আক্রান্ত চিকিৎসককে। কোভিড -১৯ এ আক্রান্ত যশোর মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা. সাইদুজ্জামানকে (৩২) গুরুতর অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেয়া হয়। তাকে করোনা ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ডা. সাইদুজ্জামানের করোনা পজিটিভ শনাক্তের ফলাফল আসে। এরপর থেকে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ডা. ওবাইদুল কাদির উজ্জলের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, ডা. সাইদুজ্জামানের শ্বাসকষ্টের পাশাপাশি অক্সিজেনের মাত্রা অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করছিল। বুধবার রাত ৭টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত ১০টার দিকে তাকে বিমান বাহিনীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here