সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সমূহকে সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সম্মানিত পরিচালক (প্রশাসন, শিক্ষা ও শৃঙ্খলা) জনাব আব্দুল হাই, পিএএ (উপসচিব) স্বাক্ষরিত (১৮/০৪/২০২১ইং তারিখ) বিজ্ঞপ্তিতে, অত্র অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি নার্সিং কলেজ সমূহ সম্প্রসারণ ও আধুনিকায়নের নিমিত্ত নির্দিষ্ট ছক মোতাবেক তথ্য জরুরীভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে জরুরিভিত্তিতে ছক অনুযায়ী প্রতিষ্ঠানের নাম, জমির পরিমাণ, ব্যবহৃত জমির পরিমাণ, অব্যবহৃত জমির পরিমাণ, ভবনের সংখ্যা (ভবনের বিবরনসহ), ক্লাসরুম, ল্যাব, হোস্টেল (রুমে সংখ্যাসহ), লাইব্রেরী (আয়তন ও আসন সংখ্যা) সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রতিটি নার্সিং কলেজ/নার্সিং ইনস্টিটিউট এর একাডেমিক ভবন, হোস্টেল, ল্যাব যন্ত্রপাতি, ক্লাসরুম, মাল্টিমিডিয়া, গাড়ি, আসবাবপত্র, আইসিটি ইত্যাদি বিষয় উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরনের জন্য বলা হয়েছে, যেন আগামী ২০৩০ সালের ভেতর উক্ত প্রতিষ্ঠান সমূহের জন্য নতুন করে কোনো চাহিদা পত্র প্রেরণ করতে না হয়।

সেইসাথে ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস/ ছাত্রীনিবাস ও সরকারী নার্সিং কর্মকর্তাদের জন্য ডরমেটরী নির্মান, আধুনিকায়ন ও সম্প্রসারনের উদ্যোগ নিয়েছেন মহাপরিচালক জনাব সিদ্দিকা আক্তার ও পরিচালক আবদুল হাই, পিএএ এর নেতৃত্বে বর্তমান প্রশাসন।

এই বিষয়ে কথা হয়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারীর সাথে। তিনি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নার্স দরদী এবং নার্সদের উন্নয়নে সর্বদা সচেষ্ট। তিনি মনে প্রানে চান বাংলাদেশের নার্সিং পেশা আন্তর্জাতিক মানের হোক। আর এ জন্যই তার নেতৃত্বাধীন বর্তমান সরকার নার্সিং সেবা ও শিক্ষা এই দুটি খাতেই জোর দিয়েছেন, যাতে এই সেক্টরটি উন্নত বিশ্বের ন্যায় সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে নার্সিং শিক্ষার আধুনিকায়নের কোন বিকল্প নেই। নার্সিং খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের জন্য স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক এবং পরিচালক (প্রশাসন, শিক্ষা ও শৃঙ্খলা) মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নার্সিং এর উন্নয়ন ও আধুনিকায়নে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here